আগামী জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করবে ফেসবুক কর্মীরা

৮ আগষ্ট, ২০২০ ১৪:১৫  
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে ফেসবুক। পাশাপাশি বাসা থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে কর্মীদেরকে এক হাজার মার্কিন ডলার দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে প্রতিষ্ঠানের এক মুখপাত্র। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে অন্যান্য বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। ইমেইল বিবৃতিতে ফেসবুকের মুখপাত্র বলেন, স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের নির্দেশনা এবং এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে আমরা কিছু কর্মীকে স্বেচ্ছায় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছি। এর পাশাপাশি, বাসায় কর্মীদের অফিসের চাহিদা মেটাতে বাড়তি এক হাজার মার্কিন ডলার দিচ্ছি। প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে কার্যালয় চালু করতে থাকবে ফেসবুক। যে অঞ্চলগুলোতে করোনাভাইরাসের বিস্তার প্রায় দুই মাস আগে নিয়ন্ত্রণে এসেছে সে অঞ্চলগুলোতে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি।